আইপিএলে কে কতবার কাপ নিয়েছে || আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট
আইপিএলে কে কতবার কাপ নিয়েছে || আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট - ক্রিকেট বিশ্বে IPL বা Indian Premier League একটি আকর্ষণীয় একটি টুর্নামেন্টের নাম । IPL ক্রিকেটের T20 ফর্মেটের একটি টুর্নামেন্ট । শুধু মাত্র এশিয়া মহাদেশেই নয় সারা বিশ্ব আইপিএল – এ মুগ্ধ । ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হয় ২০০৮ সাল থেকে । তখন থেকেই ইন্ডিয়ার এই টুর্নামেন্ট প্রতি বছরই নিয়মিত আয়োজিত হচ্ছে ।
আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে | ফুটবল বিশ্বকাপ ২০২৬
- আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট
- IPL winners list all season
- আইপিএলে কোন দল কতবার চ্যাম্পিয়ন
- আইপিএল চ্যাম্পিয়ন তালিকা
এ পর্যন্ত আইপিএল-এর ১৪টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে
(২০০৮-২০২১) । সর্বশেষ ২০২১ সালের আইপিএল শিরোপা অর্জন করে চেন্নাই সুপার কিংস । আইপিএল-এর
সব থেকে সফল দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারা এ পর্যন্ত সর্বমোট ৫ বার আইপিএল শিরোপা
অর্জন করেছে ।
আরও পড়ুন: ম্যারাডোনার ফুটবল খেলা | ডিয়েগো ম্যারাডোনা
অন্য পোস্ট: বিটিআরসি মোবাইল রেজিস্ট্রেশন | BTRC Online Phone Registration
আজকের “বাংলা আইটি ব্লগ ৩৬০” – এর ব্লগ পোস্টে IPL বা Indian Premier League নিয়ে লেখার চেষ্টা করেছি । আইপিএল টুর্নামেন্টে কে কত বার চ্যাম্পিয়ন, আইপিএল চ্যাম্পিয়ন তালিকা নিয়ে লেখা হয়েছে যা আপনাদের ভালো লাগবে । তাহলে চলুন মুল আলোচনায় যাওয়া যাক ---------
আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ প্রথম আসর - ২০০৮
২০০৮ সালে প্রথম আইপিএল আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস ।
২০০৮ সালে আইপিএল আসরে রানারআপ হয় চেন্নাই সুপার কিং ।
মুম্বাই এর ক্রিকেট গ্রাউন্ডে ১ জুন ২০০৮ রাজস্থান রয়েলস চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে পরাজিত করে প্রথম আইপিএল শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দ্বিতীয় আসর - ২০০৯
২০০৯ সালের আইপিএলের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ডেকান চার্জার্স ।
২০০৯ সালের আইপিএলের দ্বিতীয় আসরে রানারআপ হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।
জোহান্সবার্গের ক্রিকেট গ্রাউন্ডে ২৪ মে ২০০৯ ডেকান চার্জার্স রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে ৬ রানে হারিয়ে আইপিএলের দ্বিতীয় শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তৃতীয় আসর -২০১০
২০১০ সালের আইপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস ।
২০১০ সালের আইপিএলের তৃতীয় আসরে রানারআপ হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
মুম্বাই ক্রিকেট গ্রাউন্ডে ২৫ এপ্রিল ২০১০ চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্সকে ২২ রানে পরাজিত করে ২০১০ সালের আইপিএলের তৃতীয় আসরে শিরোপা জয় করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চতুর্থ আসর - ২০১১
২০১১ সালের আইপিএলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস ।
২০১১ সালের আইপিএলের চতুর্থ আসরে রানারআপ হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।
চেন্নাই ক্রিকেট গ্রাউন্ডে ২৮ মে ২০১১ চেন্নাই সুপার কিং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৫৮ রানে হারিয়ে ২০১১ সালের চতুর্থ আইপিএল শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ পঞ্চম আসর - ২০১২
২০১২ সালের আইপিএলের পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স ।
২০১২ সালের আইপিএলের পঞ্চম আসরে রানারআপ হয় চেন্নাই সুপার কিংস ।
চেন্নাই ক্রিকেট গ্রাউন্ডে ২৭ মে ২০১২ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংকে ৫ উইকেটে পরাজিত করে ২০১২ সালের পঞ্চম আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ষষ্ঠ আসর - ২০১৩
২০১৩ সালের আইপিএলের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
২০১৩ সালের আইপিএলের ষষ্ঠ আসরে রানারআপ হয় চেন্নাই সুপার কিংস ।
কোলকাতা ক্রিকেট গ্রাউন্ডে ২৬ মে ২০১৩ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে পরাজিত করে ২০১৩ সালের ষষ্ঠ আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সপ্তম আসর - ২০১৪
২০১৪ সালের আইপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স ।
২০১৪ সালের আইপিএলের সপ্তম আসরে রানারআপ হয় কিংস ইলেভেন পাঞ্জাব ।
বেঙ্গালুরু ক্রিকেট গ্রাউন্ডে ১ জুন ২০১৪ কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে পরাজিত করে ২০১৪ সালের সপ্তম আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অষ্টম আসর - ২০১৫
২০১৫ সালের আইপিএলের অষ্টম আসরে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
২০১৫ সালের আইপিএলের অষ্টম আসরে রানারআপ হয় চেন্নাই সুপার কিংস ।
কলকাতা ক্রিকেট গ্রাউন্ডে ২৪ মে ২০১৫ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ১৪০ রানে পরাজিত করে ২০১৫ সালের অষ্টম আইপিএল শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নবম আসর ২০১৬
২০১৬ সালের আইপিএলের নবম আসরে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ।
২০১৬ সালের আইপিএলের নবম আসরে রানারআপ হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।
বেঙ্গালুরু ক্রিকেট গ্রাউন্ডে ২৯ মে ২০১৬ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে ৮ রানে হারিয়ে ২০১৬ সালের নবম আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দশম আসর - ২০১৭
২০১৭ সালের আইপিএলের দশম আসরে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
২০১৭ সালের আইপিএলের দশম আসরে রানারআপ হয় রাইজিং পুনে সুপারজায়ান্ট ।
হায়দ্রাবাদ ক্রিকেট গ্রাউন্ডে ২১ মে ২০১৭ মুম্বাই ইন্ডিয়ান্স রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১ রানে হারিয়ে ২০১৭ সালের দশম আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ১১তম আসর - ২০১৮
২০১৮ সালের আইপিএলের ১১তম আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস ।
২০১৮ সালের আইপিএলের ১১তম আসরে রানারআপ হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ।
মুম্বাই ক্রিকেট গ্রাউন্ডে ২৭ মে ২০১৮ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে ২০১৮ সালের ১১তম আইপিএল শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ১২তম আসর - ২০১৯
২০১৯ সালের আইপিএলের ১২তম আসরে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
২০১৯ সালের আইপিএলের ১২তম আসরে রানারআপ হয় চেন্নাই সুপার কিংস ।
হায়দ্রাবাদ ক্রিকেট গ্রাউন্ডে ১২ মে ২০১৯ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়ে ২০১৯ সালের ১২তম আইপিএল শিরোপা জয় লাভ করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ১৩তম আসর - ২০২০
২০২০ সালের আইপিএলের ১৩তম আসরে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইন্ডিয়ান্স ।
২০২০ সালের আইপিএলের ১৩তম আসরে রানারআপ হয় দিল্লি ক্যাপিটাল ।
দুবাই ক্রিকেট গ্রাউন্ডে ১৩ নভেম্বর ২০২০ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালকে ৫ উইকেটে পরাজিত করে ২০২০ সালের আইপিএলের ১৩তম শিরোপা অর্জন করে ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ১৪তম আসর - ২০২১
২০২১ সালের আইপিএলের ১৪তম আসরে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস ।
২০২১ সালের আইপিএলের ১৪তম আসরে রানারআপ হয় কলকাতা নাইট রাইডার্স ।
দুবাই ক্রিকেট গ্রাউন্ডে ১৪ অক্টোবর ২০২১ চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে ২০২১ সালের আইপিএলের ১৪তম শিরোপা জয় লাভ করে ।
অন্য পোস্ট: বাচ্চাদের ই-পাসপোর্ট করার নিয়ম ২০২২ | Rules for E-Passport for Children 2022
আইপিএল দলের মালিক কে কে
চেন্নাই সুপার কিংস
- চেন্নাই সুপার কিংস দলের মালিক হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট কোম্পানী লিঃ এর কর্ণধর শ্রীনিবাস ।
দিল্লি ক্যাপিটাল
দিল্লি ক্যাপিটাল দলের মালিকানা রয়েছে দুটি কোম্পানির --
- জি এম আর গ্রুপ – শেয়ার – ৫০%
- জে এস ডাব্লু গ্রুপ – শেয়ার - ৫০% ।
কিংস ইলেভেন পাঞ্জাব
কিংস ইলেভেন পাঞ্জাব দলের মালিকনা রয়েছে চারজনের --
- ডাবর কোম্পানির কর্ণধর - মুহিত বর্মন - শেয়ার - ৪৬%
- ব্রিটিশ ইন্ডিয়ান ব্যবসায়ী - নেস ওয়াদিয়া - শেয়ার – ২৩%
- বলিউড অভিনেত্রী - প্রীতি জিন্তা- শেয়ার - ২৩%
- বিশিষ্ট ব্যবসায়ী - কারণ পল – শেয়ার - ৮% ।
কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা রয়েছে ২ জনের --
- রেড চিলিস এন্টারটেইনমেন্ট - শাহরুখ খান - শেয়ার - ৫৫%
- মেহতা গ্রুপ অব কোম্পানি লিমিটেড - জয় মেহতা - শেয়ার ৪৫%
মুম্বাই ইন্ডিয়ান্স
- মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্ণধার মুকেশ আম্বানি ।
রাজস্থান রয়েলস
রাজস্থান রয়েলস দলের মালিকানা রয়েছে ৫ জনের --
- টেসকো ইন্টারন্যাশনাল লিঃ – আমিশা হাথিরা মানি – শেয়ার - ৪৪.২%
- ইমার্জিং মিডিয়া – মানোজ বাদালা – শেয়ার – ৩২.৪%
- বিশিষ্ট ব্যবসায়ী – লাচান মার্ডোজ – শেয়ার – ১১.৭%
- বিশিষ্ট ব্যবসায়ী – রেয়ান – শেয়ার – ৮.৭%
- ক্রিকেট খেলোয়ার - শেন ওয়ার্ন – শেয়ার – ৩%
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মালিক ইউনাইটেড স্প্রিরিটস কোম্পানি লিমিটেড এর কর্ণধর আনান্দ কৃপালু ।
সানরাইজার্স হায়দ্রাবাদ
- সানরাইজার্স হায়দ্রাবাদ মালিক সান টিভি কোম্পানি লিমিটেড এর কর্ণধার কালানি থিমারান ।
মুম্বাই ইন্ডিয়ান্স কতবার আইপিএল জিতেছে?
মুম্বাই ইন্ডিয়ান্স ২০২১ সালের মধ্যে মোট ৫ বার আইপিএল
শিরোপা জয়লাভ করে – ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে ।
আইপিল কাপের মূল্য কত?
আইপিএল ট্রফির দাম ২০ কোটি রুপি । যা বাংলাদেশি টাকার
প্রায় ২৩ কোটি টাকা ।
আইপিএল কত সাল থেকে শুরু হয়েছে?
আইপিএল লিগটি ২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
(BCCI) কর্তৃক প্রতিষ্ঠা লাভ করেছিল । এই লিগের
প্রতিষ্ঠাতা ও সাবেক কমিশনার ললিত মোদীকে এই লিগের উদ্ভাবক হিসেবে বিবেচনা করা হয়
।
২০২২ আইপিএল কোথায় হবে?
২০২২ সালের ১৫ তম আসর ভারতের মাটিতেই হবে বলে জানিয়েছেন সে দেশের আইপিএল কর্মকর্তারা ।
আইপিএল দলের তালিকা
আইপিএল এ মোট ৮টি দল রয়েছে, যথা –
- চেন্নাই সুপার কিংস
- রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
- মুম্বাই ইন্ডিয়ান্স
- কলকাতা নাইট রাইডার্স
- সানরাইজ হায়দ্রাবাদ
- দিল্লী ক্যাপিটাল
- রাজস্থান রয়েলস
- পাঞ্জাব কিংস
আইপিএল দামি প্লেয়ার কে ২০২১
আইপিএল ২০২১ এর ১৪তম আসরে নিলামের সবথেকে দামি ক্রিকেটার
হচ্ছে ক্রিস মরিস । রাজস্থান রয়্যালস ১৬ কোটি
২৫ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় ।
বন্ধুরা আশা করি আজকের "আইপিএলে কে কতবার কাপ নিয়েছে || আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট" আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বাংলা আইটি ব্লগ ৩৬০” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম | FIFA World Cup 2022 Stadiums - Qatar