SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে | What is SEO and How Does SEO work?
SEO কাকে বলে? SEO কিভাবে কাজ করে? | What is SEO and How Does SEO work? - SEO শব্দের পূর্ণ অর্থ হচ্ছে Search Engine Optimisation । আজ আলোচনা করব SEO- এর একেবারেই বেসিক কিছু ধারনা নিয়ে । SEO বিষয়টি অনেক বিশাল ।
আরও পড়ুন: বাংলায় কিওয়ার্ড রিসার্চ ২০২২ । বাংলায় কিওয়ার্ড রিসার্চ এর পাঁচটি টুলস
প্রতিনিয়ত Search Engine গুলো SEO-সম্পর্কে প্রায় নিয়ম নীতি চেঞ্জ করে থাকে । সেজন্য SEO জানতে হলে সর্বদা অনুশীলনের উপর থাকতে হয় । আজ আমি নিম্নে SEO এর বেসিক কিছু ধারণা আপনাদের দিচ্ছি যেটা সাধারনত সহজে পরিবর্তন হয় না ।
অন্য পোস্ট: ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম | Islami Bank Student Account
অন্য পোস্ট: বিকাশ থেকে ঋণ নেওয়ার উপায় | Ways to Get Loan From bKash
SEO কাকে বলে এবং কি?
আমরা যখন কোন কিছু ইন্টারনেটের Search
Engine-এ খুঁজি তখন Search Engine আমাদের সামনে একটি ফলাফলের তালিকা প্রকাশ করে ।
সাধারণত সে সময় ওই তালিকাতে প্রথম দিকে যে ফলাফলগুলো থাকে সেগুলোকেই আমরা বেশি
প্রাধান্য দিয়ে থাকি ।
এই তালিকার উপরের দিকে কিছু অ্যাড
থাকে এবং সাধারণভাবে কিছু রেজাল্ট ক্রমান্বয়ে সাজানো থাকে । কোন প্রকার
বিজ্ঞাপনের আশ্রয় না নিয়ে Search Engine-এ সাধারণ প্রথাগতভাবে ফলাফলগুলো
প্রদর্শন করে এবং প্রদর্শনের ক্ষেত্রে যে নাম্বার অনুসারে ফলাফল প্রকাশ করে, এর
সামগ্রিক প্রক্রিয়াটি হলো SEO অর্থাৎ Search Engine Optimisation ।
মনে করুন আপনার একটি ওয়েবসাইট আছে ।
বর্তমানে গুগলে তার রেংকিং ৫০ নাম্বারে । অর্থাৎ গুগোল এ সার্চ দিলে আপনার
ওয়েবসাইটটি পঞ্চাশ নাম্বারে প্রদর্শিত হচ্ছে । এই অবস্থার পরিবর্তন করে সার্চ
রেজাল্টের প্রথম দিকে আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে হলে, যে প্রক্রিয়াটি
সম্পন্ন করতে হয়, সেটাকেই SEO= Search Engine Optimisation বলে ।
সার্চ ইঞ্জিনের জনক কে?
সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে অনলাইনে যদি
কেউ কিছু জানতে চায়, সেই মোতাবেক রেজাল্ট সামনে নিয়ে আসা । যেমন – আমরা যদি কোনো
কিছু গুগলের মাধ্যমে জানতে চাই এবং গুগল যে রেজাল্ট আমাদের সামনে উপস্থিত করে এটাই
হচ্ছে সার্চ ইঞ্জিনের কাজ । এলান এমটাজ হচ্ছে সার্চ ইঞ্জিনের জনক । এলান এমটাজকে সার্চ
ইঞ্জিনের জনক বলা হয় ।
- অন্য পোস্ট: স্যামসাং ফোনের দাম ও ছবি ২০২২ | Price and Picture of Samsung Phone 2022
- অন্য পোস্ট: স্যামসাং ফোল্ডিং মোবাইল এর দাম ২০২২ | স্যামসাং ফোল্ডিং মোবাইল
- অন্য পোস্ট: নোকিয়া বাটন মোবাইলের দাম ২০২২ | Nokia Button Mobile Price 2022
এসইও শিখতে কতদিন লাগে?
এসইও শিখতে কতদিন লাগে? এই প্রশ্ন
হরহামেশা শোনা যায় । আসলে এটা শিখতে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট । এসইও-এর মেইন
বিষয়গুলো যদি আপনি আয়ত্ব করতে পারেন তাহলে এই কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে ।
এসইও এর বিষয়গুলো প্রায় আপডেট হয় সেগুলোর প্রতি লক্ষ রাখতে হবে ।
বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা
বিভিন্ন মেয়াদে এসইও কোর্স করিয়ে থাকে । আপনি সেখানকার যে কোনো জায়গা থেকে এই
কোর্স করতে পারেন । আর মূলত এসইও শিখতে এক মাস মতো সময় লাগতে পারে । এরপর আপনাকে
প্রাক্টিস করতে করতে নিজেকে এই কাজের জন্য প্রস্তুত করতে হবে ।
এসইও করে আয়
বর্তমান সময়ে অনেকেই এসইও করে আয়
করছে । এসইও কোর্স করে অথবা বিভিন্ন ভাবে শিখে আয় করছে । অনেক যুবক স্বাবলম্বি
হয়েছে এই এসইও এর কাজ করে । আপনি এসইও এর কাজ বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে পাবেন ।
আপনার শুধু প্রয়োজন নিজেকে যোগ্য করে গড়ে তোলা ।
SEO এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা
SEO এর মূল উদ্দেশ্য হলো Search
Engine-এর সার্চের ফলাফলে আপনার ওয়েবসাইটটাকে অথবা আপনার ওয়েবসাইটের আর্টিকেল বা
কনটেন্ট এর রেংকিং এমনভাবে ম্যানুয়ালি করতে হয় যেন ভিজিটর খুঁজলে খুব সহজেই
সার্চ রেজাল্টের প্রথম দিকে চলে আসে । অর্থাৎ যেন অর্গানিক ভাবে সার্চ রেজাল্ট
যথাসম্ভব উপরের দিকে জায়গা করে নেয় । এটাই SEO এর মূল উদ্দেশ্য ।
SEO এরএর মাধ্যমে দু-একদিনের মধ্যেই
Search Engine-এর ফলাফলে পরিবর্তন আনা সম্ভব নয় । এর জন্য দরকার দীর্ঘমেয়াদী
পরিকল্পনা ও কৌশলের । SEO করার জন্য প্রথম থেকে যে কাজগুলো ধাপে ধাপে করতে হয় তা
নিম্নরূপ……….
- কিওয়ার্ড রিসার্চ (Keyword research)
- অন পেজ SEO (On-page SEO)
- অফ পেজ SEO (Off page SEO)
- টেকনিক্যাল SEO (Technical SEO)
- অন্য পোস্ট: 10000 টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ ২০২২ | 10000 টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
- অন্য পোস্ট: ১৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন | Smartphone Within 13 Thousand Taka
কি-ওয়ার্ড রিসার্চ
প্রথমত একটা ওয়েব সাইটের উদাহরণ দিয়েই শুরু করি । আপনি যখন একটি ওয়েব সাইট শুরু করবেন, তখন আপনাকে একটি কি-ওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হবে অর্থাৎ ব্লগ শুরু করতে হবে । ব্লগটি হতে পারে, হেলথ রিলেটেড, হতে পারে অনলাইন ইনকাম রিলেটেড, হতে পারে ইতিহাস রিলেটেড বিভিন্ন বিষয় হতে পারে ।
সেজন্যই আপনাকে একটি কি-ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে । অর্থাৎ আপনি যদি অনলাইন আয়
রিলেটেড ব্লগ লেখেন তাহলে কোন শব্দ বেশি ব্যবহার হয়, কোন শব্দটি ভিজিটরদের কাছে
বেশি জনপ্রিয় সেই সকল শব্দ অর্থাৎ কি-ওয়ার্ড নিয়ে আপনাকে লিখতে হবে ।
এতে করে আপনি সহজেই ভিজিটর পাবেন । যে
কি-ওয়ার্ডটি বেশি জনপ্রিয় সেই কি-ওয়ার্ড দিয়ে যদি আপনি ব্লগ লেখেন, তাহলে
ভিজিটররা যখন গুগলে আপনার ব্লগে লেখার কী-ওয়ার্ডটি দিয়ে সার্চ দিলে যদি আপনার
লেখাটি সবার প্রথমে আসে তবে আপনি হিউজ পরিমান এর ভিজিটর পাবেন । আর এটাই কি-ওয়ার্ড
রিসার্চ ।
অন পেজ এসইও (On-page SEO)
একটি ওয়েবসাইটের কন্টাক্ট অথবা
আর্টিকেল নির্দিষ্ট কিছু নিয়ম মেনে লেখা ও সাজানো এবং উপস্থাপনে প্রক্রিয়াকে
অনপেজ SEO (Search Engine Optimisation) বলে । অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে
আপনার সাইটের ভিজিটরদের কাছে এবং সার্চ ইঞ্জিন এর কাছে ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো
সুনিপুণভাবে তুলে ধরা ।
অনপেজ এসইও ক্ষেত্রে বেশ কয়েকটি
গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে । তা নিম্নরূপ……
- কি-ওয়ার্ড
- হেডিং
- মূল কন্টাক্ট/ আর্টিকেল
- কন্টেন্টে ব্যবহৃত লিংক
- কন্টেন্টে ব্যবহৃত ছবি ও ভিডিও
- মেটা ট্যাগ
- মেটা ডেস্ক্রিপশন
- URL ইত্যাদি ।
ওয়েব সাইটের কনটেন্ট, পোস্ট,
আর্টিকেল ইত্যাদির ক্ষেত্রে এই বিষয়গুলো ব্যবহার করাটাই হচ্ছে মূলত অনপেজ এসইও (On-page
SEO) ।
অফ পেজ এসইও (Off page SEO)
আপনার ওয়েবসাইটের ভিজিটর অথবা সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য ওয়েবসাইট এর বাহিরেও কিছু কাজ করতে হয় । যেমন অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে লিংকের মাধ্যমে অর্থাৎ লিংক ব্যবহার করে ভিজিটর নিয়ে আসা ।
এজন্য অন্য ওয়েবসাইটে লিংক
বিল্ডিং করতে হয় । আর এটাই মূলত অফ পেজ এসইও । এই কাজটি আপনি কয়েকভাবে করতে
পারবেন, যেমন…..
- ব্লগ কমেন্টিং
- ফোরাম পোস্টিং
- গেস্ট পোস্টিং
- আর্টিকেল সাবমিশন
- ডুকুমেন্ট সাবমিশন
- সোশ্যাল বুকমার্কিং ইত্যাদি
টেকনিক্যাল এসইও (Technical SEO)
সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের রেংকিং
বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট টেকনিক্যাল পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইট ব্যবহারে
ইউজারদের স্বাচ্ছন্দ নিশ্চিত করা এবং সার্চ ইঞ্জিন যেন সহজে নির্দিষ্ট সাইটটি
খুঁজে পায় তার ব্যবস্থা করাটাই হল টেকনিক্যাল SEO এর কাজ ।
টেকনিক্যাল SEO এর কাজের মধ্যে
রয়েছে……….
- ওয়েবসাইট এর স্পিড
- ওয়েবসাইটের থিম বা কাঠামো
- ওয়েবসাইট মোবাইল ডিভাইস
ফ্রেন্ডলি করা
- ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ক্রল
করার সুবিধা দেওয়া
- ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে
ইন্ডেক্স করা ইত্যাদি ।
সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার
সার্চ ইঞ্জিন কি ধরনের সফটওয়্যার ওয়েবসাইটকে
সার্চ রেজাল্টের প্রথমের দিকে নেওয়ার জন্য সার্চ ইঞ্জিনগুলো কিছু বিষয় বিবেচনা
করে থাকে । যেমন……
- কোন কোন গুরুত্বপূর্ণ সাইট থেকে
ভিজিটর আসছে ।
- ভিজিটর কি পরিমাণে আসছে
- ভিজিটরদের আচরণ লক্ষ্য করে
- ভিজিটররা ওয়েবসাইটে কতক্ষণ
অবস্থান করছে
- ভিজিটর একবার এসেই চলে গেছে, নাকি ঘুরে ফিরে নিয়মিত আসছে ?
উপরে উল্লেখিত বিষয়গুলোই সাধারণত প্রাথমিক SEO এর কাজ । এ বিষয়গুলোর উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন আপনাকে অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসবে ।
আসলে SEO (Search Engine
Optimisation) একটি বিশাল বিষয় । প্রতিটি নিয়ম পুঙ্খানুপুঙ্খ রূপে লিখতে গেলে
কয়েকদিন কেটে যাবে । আপনাদের জন্য সহজ ও সাবলিল ভাবে শুধুমাত্র বেসিক আইডিয়া
টুকু লিখলাম ।
বন্ধুরা আশা করি আজকের "SEO কাকে বলে | SEO কিভাবে কাজ করে | What is SEO and How Does SEO work?" আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “বাংলা আইটি ব্লগ ৩৬০” ব্লগে । এছাড়াও যদি আরও কোনও বিষয়ে লেখা পড়তে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন । আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।।
আরও পড়তে পারেন: বিদেশে অনলাইনে টাকা পাঠানোর নিয়ম | Rules for Sending Money Online Abroad