HSC Biology 1st Paper 1st Chapter Note জীববিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় নোট ( কোষ ও কোষপ্রাচীর )
কোষ ; কোষ হলো জীবের গঠনের মৌলিক একক
কোষ আবিষ্কার ও সাল ; রবার্ট হুক (কাঠের ছিপিতে)c ১৬৬৫ সালে
এটি ছিলো মৃতকোষে
জীবত কোষ ; অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ( ১৬৭৪ সালে )
বড় কোষ ; উট পাখির ডিম ( ১৭.৫ সে.মি. × ১২.৫ সে.মি.)
লম্বা কোষ ; মানুষের নিউরন ( ১.৩৭ মিটার )
উদ্ভিদের ক্ষেত্রে লম্বা কোষ ; Bbehmeria nivea এর ফ্লোয়েম তন্তু ( ৫-১০ মাইক্রন )
কোষের সাধারন বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হল ;
১. কোষ কোষঝিল্লিতে আবদ্ধ
২. এটি সাইটোপ্লাজম ধারন করে
৩. এর মূখ্য উপাদান হিসেবে পানির প্রয়োজন হয়
৪. জীবনের জন্য সকল গাঠনিক ও আনবিক উপাদান কোষে বিদ্যমান
৫. প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহন করতে পারে
৬. কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে
৭. সুনিয়ন্ত্রীভাবে বেড়ে উঠতে পারে
৮. অভিযোজিত হতে পারে
৯. অন্তঃস্থ ভারসাম্য রক্ষায় সক্ষম
১০. পরিবেশের পরিবর্তনে সাড়া দিতে সক্ষম
১১. নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরন করে
জীবকোষের আকার ;;
অপরিণত অবস্থায় ; খুব ছোট এবং গোল থাকে
অবস্থান, শারীরবৃত্তীয় কাজ এবং পরিবেশের ভিন্নতার কারনে তারতম্য ঘটে
কোষের প্রকারভেদ ;;
শারীরভিত্তিও কাজের ভিত্তিতে ( ২ প্রকার )
১. দেহকোষ ( ডিপ্লয়েড ) (2n)
২. জননকোষ ( হ্যাপ্লেড ) (n)
নিউক্লিয়াসের গঠন অনুসারে ( ২ প্রকার )
১. আদিকোষী ( হিস্টোন প্রোটিন নাই )
২. প্রকৃতকোষী ( হিস্টোন প্রোটিন বিদ্যমান )
আর্দশ ইউক্যারিওটিক জীবকোষ ;;
১. কোষপ্রাচীর থেকে 👇👇
i. কোষঝিল্লি
ii. নিউক্লিয়াস
iii. সাইটোপ্লাজম ( ধাত্র, কোষ গহ্বর, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু )
২. প্রোটোপ্লাস্ট থেকে 👇👇
i. প্রোটেপ্লাজম
ii. নির্জীব বস্তুসমূহ ( সঞ্চিত বস্তু, নিসৃত বস্তু, বর্জ পদার্থ )
কোষপ্রাচীর
কোষপ্রাচীর ; জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাস্ট এর চারদিকে ঘিরে যে সচ্ছিদ্র, পুরু ও শক্ত জড় আবেদন থাকে তাই কোষ প্রাচীর
ভৌত গঠন ; ৩ স্তর বিশিষ্ট
১.মধ্যপর্দা ; টেলোফেজ পর্যায়ে সৃষ্ট
গলজি বস্তু থেকে আসা প্যাকটিন জাতীয় ভেসিকল এটি সৃষ্টি করে
প্যাকটিন এর জন্য একে জেলির মতো দেখায়
এটি ২টি কেষোর মধ্যবর্তী পর্দা
২. প্রাথমিক প্রাচীর ;
সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত
১-৩ মাইক্রোমিটার প্রাচীর তৈরী করে